কফি ও আমন্ড অয়েল: দূর হবে ডার্ক সার্কেল

রূপচর্চা/বিউটি-টিপস August 18, 2017 1,359
কফি ও আমন্ড অয়েল: দূর হবে ডার্ক সার্কেল

রাগ জাগা, ক্লান্তি ও দীর্ঘদিনের অবসাদ থেকে চোখের নিচে কালো দাগ পড়ে যায়। পর্যাপ্ত ঘুমের পাশাপাশি নিয়মিত যত্নে দূর হতে পারে এই ধরনের কালো দাগ বা ডার্ক সার্কেল। কফি ও আমন্ড অয়েলের মিশ্রণ ব্যবহার করতে পারেন ডার্ক সার্কেল দূর করার জন্য।


যেভাবে তৈরি ও ব্যবহার করবেন কফি এবং তেলের মিশ্রণ


- একটি পাত্রে ৩ টেবিল চামচ কফি পাউডার নিন।


- ৬-৭ চা চামচ আমন্ড অয়েল মেশান।


- ভালো করে নেড়ে মিশ্রণটি কাঁচের মুখবন্ধ বোতলে রেখে দিন।


- ঠাণ্ডা স্থানে বোতলটি রেখে দিন ১ সপ্তাহ।


- ১ সপ্তাহ পর রাতে ঘুমানোর আগে আঙ্গুলে করে এক ফোঁটা কফির মিশ্রণ নিয়ে ঘষে ঘষে লাগান চোখের নিচে।

,

- পরদিন সকালে ধুয়ে ফেলুন।


কফি ও তেলের মিশ্রণ ব্যবহার করবেন কেন?


- কফিতে থাকা ক্যাফেইন চকের নিচের বলিরেখা দূর করে টানটান করে চোখ।


- চোখের আশেপাশের ফোলা ভাব দূর করে কফি।


- কফিতে থাকা বিভিন্ন উপাদান চোখের নিচের কালচে দাগ দূর করে।


- কফিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের যত্নে অতুলনীয়।


- আমন্ড অয়েল ত্বক উজ্জ্বল করে।


- ত্বক নরম ও কোমল করতেও জুড়ি নেই আমন্ড অয়েলের।