কম দামে ফোরজি স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ August 17, 2017 1,804
কম দামে ফোরজি স্মার্টফোন

কম দামে ভারতের বাজারে ফোরজি ফোন আনলো সোয়াইপ টেকনোলজিস। ফোনটির মডেল এলিট ফোরজি। মূল্য ৩ হাজার ৯৯৯ রুপি। এই ফোন ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।


এলিট ফোরজি ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএডিসপ্লে। এই ডিসপ্লের সুরক্ষার গ্লাস প্রটেকশন ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। মার্শম্যালো ৬.০ ওএস চালিত এই ফোনের ইন্টারন্যাল মেমোরি ৮ জিবি, যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়।


এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। পূর্ণ চার্জে ১১ ঘন্টা পর্যন্ত কথা বলা যাবে।


এই ফোন কালো, বাদামি ও সোনালি এই তিনটি রঙে পাওয়া যাবে।