মাইক্রোম্যাক্সের বড় ডিসপ্লের ফোন

মোবাইল ফোন রিভিউ August 16, 2017 1,660
মাইক্রোম্যাক্সের বড় ডিসপ্লের ফোন

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স দুই রিয়ার ক্যামেরার একটি ফোন অবমুক্ত করার ঘোষণা দিয়েছে। মডেল মাইক্রোম্যাক্স ইভোক ডুয়েল নোট। ২২ আগস্ট থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।


সম্প্রতি মাইক্রোম্যাক্স নতুন এই ফোনটির টিজার প্রকাশ করেছে। টিজার অনুযায়ী ফোনটি গ্লাস ডিসপ্লে এবং টপ বেজেলে ডিজাইন করা হয়েছে।


একটি অনলাইন প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোম্যাক্স ইভোক ডুয়েল নোট ফোনটিতে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।


ফোনটির বাদবাকি কনফিগারেশন সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।