নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’।
জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরার তৃতীয় পর্বে গরুর গোশত ও মাংসের মধ্যে কোনো পার্থক্য আছে কি না, সে সম্পর্কে কামরাঙ্গীরচর থেকে টেলিফোনে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার প্রশ্ন হচ্ছে, গরুর গোশত এবং মাংস—এই দুইটার মধ্যে পার্থক্য কী?
উত্তর : গরুর গোশত এবং মাংস দুইটা একই জিনিস, পার্থক্য কিছুই নেই। এটি শব্দের পার্থক্য ছাড়া আর কিছুই না। এটাকে ইংরেজিতে বললে আরেক নামে বলবেন।
গোশত শব্দটি ফারসি শব্দ এবং মাংস শব্দটি মূলত বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। দুইটার অর্থ একই। তবে এই দেশে বা এই অঞ্চলে যেহেতু মুসলিমরা ফারসি ভাষাকে বেশি গ্রহণ করত, তারা হিন্দি এবং উর্দু ভাষাকে প্রথমে বর্জন করেছিল, শুধু ফারসি ভাষাকে গ্রহণ করত। ফলে ফারসিটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, এ ছাড়া আর অতিরিক্ত কিছুই না।
সূত্রঃ এনটিভি