৬ জিবি র্যামে আসছে আসুস জেনফোন ফোর প্রো। এছাড়াও আরও তিনটি নতুন ফোন আসছে। এগুলো হলো জেনফোন ফোর, জেনফোন ফোর সেলফি, জেনফোন ৪ সেলফি প্রো।
জেনফোন ফোর প্রো মূলত আসুসের ফ্লাগশিপ ফোন। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। এতে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ফোনটি ৬ জিবি র্যামে পাওয়া যাবে।
আসুর নতুন এই ফোনটি ৬৪ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। ৬৫০ ডলারে ফোনটি পাওয়া যাবে।