মটোরোলা ফোনের ভক্তদের জন্য সুখবর। নতুন ফোন আসছে। মডেল মটো এক্স পিওর এডিশন। এই ফোনটিতে ৪ জিবি র্যাম ও ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির চমক হচ্ছে এর ক্যামেরায়। এতে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে। যা দিয়ে ঝকঝকে ছবি তোলা যাবে।
মটোরোলার নতুন এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল।
মটো এক্স পিওও এডিশনের এই ফোনটিতে তিনটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো ১৬/৩২/৬৪ জিবি। প্রতিটি ভার্সনেই ৪ জিবি র্যাম রয়েছে। এতে ৩০০০ নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ছবির জন্য ফোনটিতে ২১ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরায় ডুয়েল এলইডি ফ্লাশ এবং ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে মটোরোলার নতুন এই ফোনটি আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে পাওয়া যাবে। ২৫০ ডলারের বিনিময়ে ফোনটি কেনা যাবে।