গোল্ড ভার্সনে এলো ব্ল্যাকবেরির কিওয়ান। এতে ৩ জিবি র্যাম ও ৩৫০৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সোনার প্রলেপে ফোনটির জৌলুস আরো বেড়েছে।
ফোনটিতে আছে ৪.৫ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৬২০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।
গোল্ড ভার্সনের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে অক্টাকোর ২.০ গিগাহার্জের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আছে।
৩ জিবি র্যামের এই ফোনটিতে ২৫৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে।
ছবির জন্য ফোনটিতে এলইডি ফ্লাশসমৃদ্ধ ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
ব্ল্যাকবেরি কিওয়ান গোল্ডএডিশনের ফোনটিতে ৩৫০৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে। এতে কুইক চার্জ ৩.০ টেকনোলজি আছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
২০ আগস্ট থেকে ফোনটি কেনা যাবে। এর মূল্য ৮১৭ ডলার।