পল্টু : চান্দু, তোকে কি আমার সিংহের মুখোমুখি হওয়ার কথাটা বলেছিলাম?
চান্দু : না তো, এখন বল শুনি।
পল্টু : হাতে বন্দুক নাই আর সিংহটাও গর্জন করতে করতে একেবারে কাছাকাছি এসে পড়ছে।
চান্দু : ওরে বাপরে খাইছে, তারপর তুই কী করলি!
বল্টু : কী আর করবো। পাশের খাচার পাখি দেখতে চলে গেলাম।