অ্যানড্রয়েডের মোড়কে নকিয়া বেশ কয়েকটি বেশ বাজারে ছেড়েছে। এগুলো মানুষ লুফে নিচ্ছে। শিগগিরই আসছে নকিয়া নতুন কিছু ফোন যেগুলো এখন কনসেপ্ট পর্যায়ে রয়েছে। এমনই একটি ফোন নকিয়া জেভিয়ার। সম্প্রতি এই ফোনটির তথ্য প্রকাশ করেছে প্রাইজপোনি নামের একটি তথ্য প্রযুক্তির ব্লগ।
ব্লগের তথ্য মতে, নকিয়া জেভিয়ার ফোনটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে।
নকিয়া জেভিয়ার ফোনটির ডিসপ্লে হবে ৬ ইঞ্চির। টুকে ডিসপ্লের রেজুলেশন ১৪৪০×২৫৬০ পিক্সেল। ফোনটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি ১২৮ জিবির অন্যটি ২৫৬ জিবির। তবে বাড়তি মেমোরি ব্যবহারের সুযোগ নেই।
ছবির জন্য নকিয়ার এই ফ্লাগশিপ ডিভাইসটিতে থাকছে দুইটি রিয়ার ক্যামেরা। এর মধ্যে একটি ১৬ মেগাপিক্সেলের, অন্যটি ১২ মেগাপিক্সেলের। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
নকিয়া জেভিয়ারের প্রত্যাশিত মূল্য ৭০০ ডলার।
আগামী বছর ফোনটি বাজারে আসবে।