নতুন ফ্লাগশিপ ফোন আনছে সনি। হাইএন্ড সিরিজের এই ফোনটির মডেল সনি এক্সপেরিয়া সি প্রাইম। ফোনটির বিশেষত্ব এর র্যামে। এতে ৮ জিবি র্যাম
থাকছে। সম্প্রতি একটি ব্লগ পোস্টে সনির নতুন ফোনটির তথ্য ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া তথ্য মতে, সনি এক্সপেরিয়া সি প্রাইম ফোনটিতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ২৭৮০x৩৬৯০ পিক্সেল।
ফোনটিতে ২৫৬ জিবি বিল্টইন মেমোরি ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি আরও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এক্সপেরিয়া সি প্রাইম ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট আছে। ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এর ব্যাটারি ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
ছবির জন্য ফোনটিতে থাকছে ৩৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে।
সনির নতুন ফোনটির মূল্য হবে ৮০০ ডলার।