মটোরোলার নতুন ফোনের ছবি ভাইরাল

মোবাইল ফোন রিভিউ August 3, 2017 1,725
মটোরোলার নতুন ফোনের ছবি ভাইরাল

মটোরোলার নতুন ফোনের ছবি অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যমতে ফোনটির মডেল মটো জি ফাইভ এস। এর আগে ফোনটির দাম ফাঁস হয়েছিল। এবার পুরো ফোনটির ছবি ও কনফিগারেশন প্রকাশ পেয়েছে। প্রকাশিত ছবিটি ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে।


ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে স্পষ্ট ব্ল্যাক, রোস গোল্ড আর সিলভার তিনটি রঙে বাজারে আসতে চলেছে ফোনটি। এই নতুন লিকে আরও দেখা যাচ্ছে ফোনটিতে আছে একটি সার্কুলার ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও আছে এলইডি ফ্ল্যাশ।


এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে রিয়ার ক্যামেরা মডিউলটি বডির থেকে একটু এগিয়ে রয়েছে। আর ফোনটির সামনে রয়েছে একটি ফিজিক্যাল হোম বাটন। যেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বটে।


মটো জিফাইভ এস ফোনটিতে থাকছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।


ফোনটির ক্যামেরাটি সম্ভবত থাকছে দুটি ১৩ মেগাপিক্সেলের সেন্সর। একটি রঙিন আর একটি সাদাকালো ছবির জন্য।


ফোনটি চলবে অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমে। ফোনটির উল্লেখযোগ্য দুটি ফিচার হলো সেলফি ক্যামেরায় এলইডি ফ্ল্যাশ এবং ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট। ফোনটির মূল্য হতে পারে ৩৩০ ইউরো।