আইফোনকে টেক্কা দেবে হুয়াওয়ে মেট টেন

মোবাইল ফোন রিভিউ July 29, 2017 804
আইফোনকে টেক্কা দেবে হুয়াওয়ে মেট টেন

শিগগিরই বাজারে আসছে হুয়াওয়ের নতুন ফোন মেট টেন। হুয়াওয়ে দাবি করছে তাদের নতুন এই ফোনটি অ্যাপলের আপকামিং ফোন আইফোন ৮ কে টেক্কা দেবে। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, ‘হুয়াওয়ের মেট টেন হবে গুণে মানে অনন্য। এই ফোনটি অ্যাপলের আইফোন ৮ কে টেক্কা দিতে সক্ষম।’


হুয়াওয়ের মেট টেনে থাকছে বেজেল লেস ডিসপ্লে। ফোনের পুরোটা জুড়েই থাকবে ডিসপ্লে। এতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটিতে কোয়াডকোর প্রসেসর থাকছে।


৪ জিবি র‌্যাম সমৃদ্ধ ফোনটিতে ৬৪ জিবি রম থাকছে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।