হজ কার ওপর ফরজ?

ইসলামিক শিক্ষা July 28, 2017 787
হজ কার ওপর ফরজ?

প্রশ্ন : হজ কার ওপর ফরজ?


উত্তর : নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, ব্যবহারের স্বর্ণ, রূপা এবং প্রয়োজনের অতিরিক্ত জমির মূল্য হিসাব করে মক্কা শরিফ যাতায়াতে মোটামুটি খরচ বহন করতে পারে, শারীরিক শক্তি আছে এবং হজ থেকে ফেরা পর্যন্ত পারিবারিক আবশ্যকীয় খরচ বহন করতে সক্ষম ব্যক্তির ওপর হজ ফরজ।


মনে রাখতে হবে, একবার হজ ফরজ হয়ে যাওয়ার পর গরিব হয়ে গেলেও হজ ফরজ থাকে। এ জন্য সামর্থ্য ফুরিয়ে যাওয়ার আগে হজ করে নেয়া অতি জরুরি। তা না করলে গুনাহগার হতে হবে।


[সূরা : আলে ইমরান : আয়াত : ৯৭; হাশিয়াতুত্তাহতাবি আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা : ৭২৭]


সূত্রঃ দৈনিক যুগান্তর