নামাজ, রোজা বারবার ফরজ, হজ ফরজ জীবনে একবার, কেন?

ইসলামিক শিক্ষা July 28, 2017 910
নামাজ, রোজা বারবার ফরজ, হজ ফরজ জীবনে একবার, কেন?

প্রশ্ন : নামাজ, রোজা বারবার ফরজ, হজ ফরজ জীবনে একবার, কেন?


উত্তর : কোরআনুল কারিম ও হাদিসের মাধ্যমে হজ একবার ফরজ হওয়া প্রমাণিত বিধায় জীবনে একবারই হজ ফরজ। এ ছাড়া হজ ফরজ হওয়ার কারণ একটিই, তাহল বাইতুল্লাহ। আর নামাজ-রোজার কারণ ওয়াক্ত বা সময়, তা বারবার আসে বিধায় বারবার ফরজ, আর হজ ফরজ একবার।


[সূরা : আলে ইমরান : আয়াত : ৯৭; মিশকাত, কিতাবুল মানাসিক, পৃষ্ঠা : ২২১; হিন্দিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ২৮০]


সূত্রঃ দৈনিক যুগান্তর