সাধারন জ্ঞানের আসর - ১২৭তম পর্ব

সাধারণ জ্ঞান July 25, 2017 2,488
সাধারন জ্ঞানের আসর - ১২৭তম পর্ব

🔰 টেলিভিশন আবিষ্কার করেন কে?

উ: জন এল বেয়ার্ড।


🔰 কোষ আবিষ্কার করেন কে?

উ: রবার্ট হুক।


🔰 টেলিফোন আবিষ্কার করেন কে?

উ: গ্রাহামবেল।


🔰 রেলইঞ্জিন আবিষ্কার করেন কে?

উ: স্টিভেনশন।


🔰 ফনোগ্রাফ আবিষ্কার করেন কে?

উ: এডিসন।


🔰 রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?

উ: কার্ল ল্যান্ড স্টেইনার।


🔰 অক্সিজেন আবিষ্কার করেন কে?

উ: যোসেফ পিস্টলি।


🔰 পারমাণবিক বোমা আবিষ্কার করেন কে?

উ: ওপেন হেইমার।


🔰 এটম বোমা আবিষ্কার করেন কে?

উ: অটোহ্যান।


🔰 বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?

উ: টমাস আলভা এডিসন।