

কার্তিক একবার আমেরিকা ঘুরে এসে গল্প করছে। একসময় সে বন্ধুদের বলল. . .
কার্তিক : ইন্ডিয়াতে যা হয়নি, আমেরিকাতে তা-ই হলো।
বন্ধু : কি হলো?
কার্তিক : এক আমেরিকান মেয়ের কাছে গেলাম, হাত ধরলাম, আর ইন্ডিয়াতে যা হয়নি, তা-ই হলো।
বন্ধু : কি হলো আর?
কার্তিক : মেয়েটি কিছুই বলল না। তারপর আমি মেয়েটির সঙ্গে তার বাসায় গেলাম। আর ইন্ডিয়াতে যা হয়নি, তা-ই হলো।
বন্ধু : কি, কি হলো?
কার্তিক : মেয়েটির বাসায় গিয়ে তার বেডরুমে গেলাম। আর ইন্ডিয়াতে যা হয়নি, তা-ই হলো।
বন্ধু : আর কি হলো, বলো না?
কার্তিক : মেয়েটি কিছুই বললো না। তার স্বামী এলো। আর…
বন্ধু : আর? আর কি হলো?
কার্তিক : আর কি হবে? ইন্ডিয়াতে যা হয়, তা-ই হলো। ইচ্ছামতো পেটালো।