আংটিটা চাইছিলাম

প্রেমিক-প্রেমিকা কৌতুক July 23, 2017 1,954
আংটিটা চাইছিলাম

ধোঁকাবাজ প্রেমিক বিদেশ চলে যাচ্ছে, ধান্ধাবাজ প্রেমিকা এসেছে বিদায় জানাতে।


প্রেমিকা: তোমার হাতের আংটিটা আমাকে দিয়ে যাও...


নিজের হাতের হীরের আংটির দিকে তাকিয়ে প্রেমিক: কেন, প্রিয়তমা, জান আমার...


প্রেমিকা: এই আংটি আমাকে সারাক্ষণ তোমার কথা মনে করাবে।


প্রেমিক: এটা ছাড়াও তুমি সারাক্ষণ আমাকে মনে করবে...


প্রেমিকা: সেটা কীভাবে?


প্রেমিক: আমি যাওয়ার পর থেকে তোমার মনে খচ খচ করবে একটি কথাই- আংটিটা চাইছিলাম দিল না! কী প্রেম করছিলাম...