রনি-জনি জমজ দুই ভাই শহরের স্কুলে নতুন ভর্তি হয়েছে। দুই ভাই একই ক্লাসে পড়ে।
শিক্ষক: তোমরা তো পরস্পর সহোদর ভাই। কিন্তু আবেদনপত্রে বাবার নাম আলাদা লিখেছো কেন?
রনি: যাতে আপনারা মনে না করেন যে আমরা একজন আরেক জনেরটা দেখে নকল করেছি, স্যার!
শিক্ষক: মানে?
জনি: স্যার, আমরা ঘর পোড়া গরু। আগের স্কুলে নকল করার জন্য আমাদের নাম কাটা গিয়েছিল তো…