কিছু নিয়ে আস

স্বামী-স্ত্রী কৌতুক July 19, 2017 1,224
কিছু নিয়ে আস

মন্টুর বাপ সমস্যায় পড়েছে। বন্ধুর সঙ্গে কথা বলছে, পরামর্শ চাইছে: দোস্ত, দুইদিন ধইরা বৌ কথা বন্ধ কইরা রাখছে। কী যে করি…


বন্ধু: এখন কী করবি সেটা পরে বলি। আগে কী করছিলি সেইটা বল- কী কারণে ভাবী এমন রেগে আছে?


মন্টুর বাপ: সেদিন তার বাপের বাড়ির লোকজন এসেছিল। আমাকে বললো কিছু নিয়ে আস তাড়াতাড়ি। আমি সিএনজি স্কুটার ডেকে এনেছিলাম…


বন্ধু: আমার কাজে আছে দোস্ত, যাই। আরেকদিন কথা হবে...