শিক্ষক : জানো, তোমাদের বয়সে আমার একটা বিশ্বাস ছিল।
ছাত্র : কী বিশ্বাস ছিল স্যার?
শিক্ষক : বিশ্বাস ছিল, আমি সব জানি।
ছাত্র : তাহলে এখন কী হলো?
শিক্ষক : এখন এই ষাট বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না।
ছাত্র : এ কথা বুঝতে আপনার এত বছর লাগল স্যার! আমরা তো আপনাকে দেখামাত্রই বুঝে নিয়েছি।