জাস্ট চেপে যাই

বন্ধু কৌতুক July 18, 2017 1,279
জাস্ট চেপে যাই

অনেকদিন পর দুই বন্ধু রনি আর জনির দেখা হতেই খোশগল্পে মেতে উঠল কিছক্ষণের মধ্যেই।


রনি : দোস্ত, বলছিস সংসার জীবনে তুই খুবই সুখী। কিন্তু তুই তো আমাগো ক্লাসমেট শেলিরে বিয়া করছস! ও তো খুবই জেদী আর আর তিরিক্ষি মেজাজের মেয়ে। ওকে সামলে চলা নির্ঘাৎ কঠিন কাজ? কীভাবে ম্যানেজ করিস?


জনি : খুব সোজা। যখন আমি দোষ করি তখন সঙ্গে সঙ্গে স্বীকার যাই। আর যখন সে দোষ করে- জাস্ট চেপে যাই।