ব্রণের দাগ দূর করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া গেলেও সেগুলো খুব একটা কাজের নয়- ভুক্তভোগীরা এমন অভিযোগ করেন প্রায়ই। ব্রণের বিব্রতকর দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান। এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এসব উপাদান নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগ দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। জেনে নিন কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন-
টমেটো
টমেটোর শাঁস সরাসরি ঘষুন দাগের উপর। কিছুক্ষণ রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। এটি ধীরে ধীরে ব্রণের দাগ দূর করবে।
লেবুর রস
দ্রুত ব্রণের দাগ দূর করার জন্য লেবুর রস ব্যবহার করুন। ব্রণের দাগের উপর লেবুর রস লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড কমিয়ে ফেলবে দাগ। তবে যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল তারা এটি ব্যবহার করবেন না।
মসুরের ডাল
মসুরের ডাল সারারাত ভিজিয়ে রাখুন দুধে। পরদিন বেটে নিন। মিশ্রণটি ত্বক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করুন। কমে যাবে ব্রণের দাগ।
আলুর রস
আলুতে থাকা এনজাইম ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। আলুর রস ত্বকে লাগান নিয়মিত। এটি ব্রনের দাগ দূর করার পাশাপাশি উজ্জ্বল করবে ত্বক।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া