শাওমির নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস

মোবাইল ফোন রিভিউ July 18, 2017 834
শাওমির নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস

শাওমির নতুন একটি ফোনের তথ্য ফাঁস হয়েছে। ফোনটির মডেল শাওমি ৫এক্স। সম্প্রতি অনলাইনে ফোনটির ছবি ও তথ্য প্রকাশ হয়েছে। প্রকাশিত তথ্য মতে, এই ফোনটি শাওমি তাদের সাব-ব্র্যান্ডের নামে বাজারে আসতে পারে।


চীনের উইবো এক পোস্টে জানিয়েছে, শাওমি ৫ এক্স ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর। ফোনটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ থাকছে। এর আগে শাওমির মি ৬ ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ ছিল।


অন্য একটি প্রতিবেদনে জানা গেছে, শাওমি ৫এক্স ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৬ জিবি র‌্যাম। এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে।


অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত শাওমির নতুন ফোনটিতে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস ব্যবহার করা হবে।