মটোরোলার ডুয়েল ক্যামেরা স্মার্টফোন

মোবাইল ফোন রিভিউ July 16, 2017 947
মটোরোলার ডুয়েল ক্যামেরা স্মার্টফোন

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা নতুন একটি ফোনের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটির মডেল মটো জি ফাইভ প্লাস। এই ফোনটির পেছনে দুইটি ক্যামেরা থাকছে। এছাড়াও এর কনফিগারেশন দুর্দান্ত।


মটোরোলার নতুন ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি থাকছে।


অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত নতুন ফোনটির রিয়ারে দুইটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


ধারণা করা হচ্ছে ২৫ জুলাই থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।