এলজির নতুন ফোনে ফুলভিশন ডিসপ্লে

মোবাইল ফোন রিভিউ July 16, 2017 796
এলজির নতুন ফোনে ফুলভিশন ডিসপ্লে

কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি ফুলভিশন ডিসপ্লে সম্বলিত একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল এলজি কিউ ৬। সম্প্রতি এই ফোনটির ভিডিও প্রকাশ করেছে এলজি। ফ্লাগশিপ ঘরানার এই ফোনটি ক্যামেরা কেন্দ্রীক।


এলজির কিউ সিরিজের নতুন এই ফোনটিতে ৫.৫ ইঞ্চির ফুলএইচডি প্লাস ফুলভিশন ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪৪২ পিপিআই।


সহজেই ব্যবহারযোগ্য এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমৃদ্ধ ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


এলজি কিউ ৬ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। এতে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম রয়েছে। অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনিটতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।


কানেকটিভিটি হিসেবে কিউ ৬ ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এবং ইউএসবি টাইপ বি।