জানালায় উঁকি মারে

স্বামী-স্ত্রী কৌতুক July 16, 2017 1,893
জানালায় উঁকি মারে

স্ত্রী : সামনের বাসার ছেলেটা আমার জানালায় উঁকি মারে। একটা পর্দা লাগিও তো।


স্বামী : ভালোমতো একবার তোমাকে দেখতে দাও, তারপর দেইখো আর পর্দা লাগাইতে হইব না!