শক্তিশালী ব্যাটারির ফোন আনছে অ্যালকাটেল

মোবাইল ফোন রিভিউ July 13, 2017 741
শক্তিশালী ব্যাটারির ফোন আনছে অ্যালকাটেল

শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনছে অ্যালকাটেল। ফোনটির মডেল অ্যালকাটেল এইচ০৭৬। এই ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। সম্প্রতি অ্যালকাটেল নতুন এই ফোনটি তৈরি ও বিক্রির জন্য ছাড়পত্র পেয়েছে।


অ্যালকাটেল নতুন ফোন বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের ছাড়পত্র পেয়েছে। ছাড়পত্র অনুযায়ী, ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির রিয়ার পার্টে এই সেন্সর সংযোজন করা হবে।


ফোনটি হবে কার্ভড গ্লাস ডিসপ্লে ডিজাইনে তৈরি। এর সেলফি ক্যামেরা থাকবে ডান কোণায়।


ফোনটিতে হোম বাটন থাকবে। এর পেছনে রিমুভেবল ব্যাক প্যানেল রয়েছে। এর নিচেই আছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট।


অ্যালকাটেলের নতুন ফোনটিতে ৩.৫ মিলিমিটারের জ্যাক এবং ইউএসবি চার্জিং পোট থাকছে। ফোনটিতে টুজি, থ্রিজি, এলটিই নেটওয়ার্ক কানেকটিভিটি থাকছে।


ফোনটিতে থাকছে ৬৪ বিটের মিডিয়াটেক এমটি৬৭৫০ অক্টাকোর প্রসেসর।