আবার হার্ট অ্যাটাক

প্রেমিক-প্রেমিকা কৌতুক July 13, 2017 1,194
আবার হার্ট অ্যাটাক

এক তরুণের একই দিনে দুইবার হার্ট অ্যাটাক হলো। প্রথমবার দুপুরে যখন তার প্রেমিকা এসএমস পাঠালো: চল, এবার আমাদের সম্পর্কের ইতি টানি। সব শেষ করে দিলাম, তোমার সঙ্গে আমার ব্রেক আপ এখন থেকে...


হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর ফোন অন করে প্রেমিকার দ্বিতীয় এসএমএস পড়লো: সরি সরি, জানু! ওই এসএমএসটা তোমার জন্য ছিল না...


এরপর আবার হার্ট অ্যাটাক...