ইউনিক নামে নতুন একটি ফোন বাজারে আনতে চলেছে নকিয়া। এই ফোনটিতে ৬ জিবি র্যাম ব্যবহার করা হবে। এছাড়াও এতে শক্তিশালী ব্যাটারি থাকবে। ব্যাটারির সক্ষমতা ৪ হাজার মিলিঅ্যাম্পিয়া আওয়ারের।
নকিয়ার আপকামিং এই ফোনটিতে বেজেল ফ্রি ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থ্রিকে রেজুলেশন পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
নকিয়ার ইউনিক ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরা দিয়ে ফোরকে মানের ভিডিও করা যাবে। ডুয়েল এলইডি ফ্লাশ সমৃদ্ধ ক্যামেরায় ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে থাকছে ফ্লাশসমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
নকিয়া নতুন এই ফোনটিতে ২.৫ গিগাহার্জের কোয়ালকমের স্ন্যাপড্রাগন অক্টাকোর প্রসেসর থাকছে। এর বিল্টইন মেমোরি ১২৮ জিবির।
অ্যানড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেমে নকিয় ইউনিক ফোনটি চলবে। ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি থাকছে। ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৪৩৫ ডলার।