শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ July 10, 2017 825
শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে আনছে ৮ জিবি র‌্যামের ফোন। ফোনটির মডেল শাওমি চিরন। হাইএন্ড সিরিজের এই ফোনটি শিগগিরই বাজারে পাওয়া যাবে। শাওমির নতুন এই ফোনটি দেখতে বেশ আর্কষণীয়। এতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।


ফোনটিতে আছে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০x১০৮০ পিক্সেল। এতে কোয়ালকমের স্নাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। ৮


জিবি র‌্যামের নতুন এই ফোনটি দুইটি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। একটি হবে ১২৮ জিবি, অন্যটি ২৫৬ জিবি।


শাওমির নতুন এই ফোনটিতে দুইটি ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।


ফ্লাগশিপ এই ফোনটিতে অ্যানড্রয়েড অরিও ৮.০ অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হবে।