ওয়াইফ শব্দের মানে

স্বামী-স্ত্রী কৌতুক July 9, 2017 1,790
ওয়াইফ শব্দের মানে

স্বামী : ‘ওয়াইফ’ শব্দের মানে জানো?


স্ত্রী : বল দেখি তুমি কী জানো।


স্বামী : উইদাউট ইনফরমেশন আরগুইং এভরিটাইম (বিনা প্রমাণে ঝগড়া করে সারাক্ষণ)!


স্ত্রী : হলো না, ডার্লিং! এর আসল অর্থ হচ্ছে- উইথ ইডিয়ট ফর এভার (নির্বোধের সঙ্গে জীবন পার)!