ব্রণের দাগ দূর করে আপেল সিডার ভিনেগার

রূপচর্চা/বিউটি-টিপস July 7, 2017 655
ব্রণের দাগ দূর করে আপেল সিডার ভিনেগার

ব্রণ দূর হয়েছে, কিন্তু ব্রণের দাগ রয়ে গিয়েছে ত্বকে? দুশ্চিন্তার কারণ নেই। আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন দাগ দূর করার জন্য। এটি নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগের পাশাপাশি ত্বকের কালচে দাগও দূর হবে।


▶যেভাবে তৈরি ও ব্যবহার করবেন ভিনেগারের মিশ্রণ


একটি পাত্রে আপেল সিডার ভিনেগার নিন প্রয়োজন মতো।


সমপরিমাণ পানি মেশান ভিনেগারের সঙ্গে।


মিশ্রণটিতে তুলা ভিজিয়ে ব্রণের দাগের উপর চেপে নিন।


দিনে একবার এটি ব্যবহার করুন।


সারারাত রেখে দিতে পারেন। তাহলে ফল পাবেন দ্রুত।


আপেল সিডার ভিনেগারের সঙ্গে মধু মিশিয়েও তৈরি করতে পারেন ফেসপ্যাক। দাগহীন ত্বকের জন্য মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।


▶কেন ব্যবহার করবেন আপেল সিডার ভিনেগার?


আপেল সিডার ভিনেগারে রয়েছে আলফা-হাইড্রোক্সি অ্যাসিড যা ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে।


আপেল সিডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান ব্রণের দাগের পাশাপাশি দূর করে ত্বকের অন্যান্য দাগ।


ত্বকের অতিরিক্ত তেল দূর করে এটি।


বলিরেখা দূর করে ত্বক টানটান রাখে আপেল সিডার ভিনেগার।


ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এটি।


আপেল সিডার ভিনেগারের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের অ্যালার্জি দূর করে।


তথ্য:দ্য ইন্ডিয়ান স্পট