নতুন দুইটি হ্যান্ডসেট চীনের বাজারে ছাড়তে যাচ্ছে দেশটির হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এগুলোর মডেল এক্স নাইন এস এবং এস নাইন প্লাস। ফোনটি দুইটির দাম দর এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ভিভোর নতুন ফোন দুইটির তথ্য চীনের ওয়েবসাইট জেডি ডটকমে তালিকাভুক্ত হয়েছে। ওয়েবসাইটের তথ্য মতে ফোন দুইটি কেনার জন্য ৭ জুলাই থেকে প্রি-অর্ডার নেয়া হবে। ৮ জুলাই থেকে এগুলোর বিক্রি শুরু হবে।
এক্স ৯ এস ফোনটি মেট ব্ল্যাক, গোল্ড এবং রোজ গোল্ডে পাওয়া যাবে। ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরার এই ফোনগুলো চমৎকার ডিজাইনে তৈরি।
ভিভো এক্স ৯ প্লাস ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এতে ৫.৮৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে।
ফোনটিতে ১.৮৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে। ফোনটিতে ৪ জিবি র্যাম রয়েছে।
ভিভো এক্স ৯ ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এতে দুইটি সেলফি ক্যামেরা রয়েছে। একটি ২০ মেগাপিক্সেলের, অন্যটি ৫ মেগাপিক্সেলের।
৬৪ জিবি বিল্টইন মেমোরির ফোনটিতে ৩৯২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।