দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নতুন একটি ট্যাব দেশটির বাজারে ছেড়েছে। ট্যাবটির মডেল জি প্যাড ফোর ৮.০ এফএইচডি এলটিই। এই ট্যাবটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। হালকা ও পাতলা ওজনের এই ট্যাবটির মূল্য ৩লাখ ৫২ হাজার কোরিয়ান উন।
ট্যাবটিতে আছে ৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০×১২০০ পিক্সেল। এতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ট্যাবটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর, ২ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:১০।
ছবির জন্য ট্যাবটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্যাবটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।