পত্নী শব্দের অর্থ

স্বামী-স্ত্রী কৌতুক July 4, 2017 2,665
পত্নী শব্দের অর্থ

টিভি দেখতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া বেঁধে গেল।


স্ত্রী: তুমি এমএ পাশ আর ‘পত্নী’ শব্দের অর্থ জান না!


স্বামী: জানবো না কেন! যে নিজের পতির পতনের কারণ হয়ে দাঁড়ায় তাকেই তো পত্নী বলে...