আসছে ১০ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ July 1, 2017 963
আসছে ১০ জিবি র‌্যামের ফোন

এই প্রথম বাজারে আসছে ১০ জিবি র‌্যামের ফোন। ফোনটি বাজারে আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ১০ জিবি র‌্যাম সমৃদ্ধ ফোনটির মডেল শাওমি মি৭। এই ফোনটি আগামী বছর বাজারে আসার কথা রয়েছে।


শক্তিশালী এই ফোনটিতে ৫.৩ ইঞ্চির ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২১৬০X৪০৯৬ পিক্সেল।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬/৮/১০ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে।


ফ্লাগশিপ ঘরনার এই ফোনটিতে ২১ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এর ব্যাটারি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।