ছেলেদের ব্রণ দূর করার তিন উপায়

রূপচর্চা/বিউটি-টিপস June 29, 2017 1,438
ছেলেদের ব্রণ দূর করার তিন উপায়

ব্রণ কেবল নারী নয়, পুরুষদের ক্ষেত্রেও একটি প্রচলিত সমস্যা। তৈলাক্ত ত্বক, ত্বকের অযত্ন ইত্যাদি বিভিন্ন কারণে ব্রণের সমস্যা হয়। ব্রণের সমস্যা বেশি হলে সমাধানের জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ অবশ্যই নিতে হবে। তবে এর আগে ব্রণ দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন।


ব্রণ দূর করার কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।


বরফ

বরফ দিয়ে ব্রণের চিকিৎসা শুরু করতে পারেন। বরফের ঠান্ডাভাব ব্রণ কমাতে সাহায্য করবে।


- প্রথমে ত্বককে ভালোভাবে পরিষ্কার করুন।


- একটি বরফের টুকরোকে পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে কয়েক মিনিট ব্রণের ওপর রাখুন। বরফ সরাসরি ত্বকে লাগাবেন না।


- পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ব্যবহার করুন।


ডিমের সাদা অংশ

ডিমের ভিটামিন, এমাইনো এসিড, প্রোটিন ব্রণের ওপর কাজ করে। তবে এ ক্ষেত্রে কেবল ডিমের সাদা অংশটুকু ব্যবহার করবেন।


- মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন।


- দুটি ডিমের সাদা অংশ বের করে নিন।


- নরম ব্রাশ বা হাত দিয়ে ব্রণের মধ্যে সাদা অংশ লাগান।


- পাঁচ মিনিট অপেক্ষা করে আবার ডিমের সাদা অংশ দিন।


- কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে হালকা ধাঁচের কোনো ক্রিম ব্যবহার করুন।


• পেঁপে

পেঁপে ব্রণ দূর করার উপাদান হিসেবে চমৎকার। এটি ত্বক থেকে বাড়তি তেল দূর করে এবং মুখের মৃত কোষ দূর করতে সাহায্য করে।


- পাঁচটি ছোট পেঁপের টুকরো ব্ল্যান্ড করুন।


- পেঁপের এই পেস্ট ব্রণের মধ্যে লাগান।


- ৩০ মিনিট এভাবে রাখার পর ধুয়ে ফেলুন।


- ব্রণ না কমা পর্যন্ত প্রতিদিন এটি ব্যবহার করুন।