নকিয়ার নতুন ফোনে শক্তিশালী ব্যাটারি

মোবাইল ফোন রিভিউ June 28, 2017 1,155
নকিয়ার নতুন ফোনে শক্তিশালী ব্যাটারি

নতুন একটি ফোন আনতে কাজ করছে বিশ্বখ্যাত ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। ফোনটির মডেল নকিয়া ৭৭০০। এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি থাকছে। এছাড়াও এতে

৬ জিবি র‌্যাম ব্যবহার করা হবে।


সম্প্রতি নকিয়ার নতুন ফোনটির তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। প্রকাশিত তথ্য মতে, নকিয়া ৭৭০০ ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহার করা হবে।


এতে থাকবে ৬ জিবি র‌্যাম। এর বিল্টইন মেমোরি হবে ১২৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


নকিয়া ৭৭০০ ফোনটিতে ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। ফ্রন্ট ক্যামেরা হবে ১৬ মেগাপিক্সেলের। এর ব্যাটারিতে থাকবে বড় চমক।


ফোনটিতে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজন করা হবে। নকিয়া দাবি করছে এই ব্যাটারি টানা তিন দিন ব্যাপআপ দেবে।


নকিয়ার নতুন ফোনটিতে ৫.৫ ইঞ্চির ওলিড ডিসপ্লে রয়েছে। এতে থ্রিকে রেজুলেশন পাওয়া যাবে। নকিয়া নতুন এই ফোনটির দাম হবে ৫৫৭ ডলার। এটি আগস্ট মাস নাগাদা বাজারে আসবে।