এলজির নতুন ফোনে ওয়ারলেস চার্জিং

মোবাইল ফোন রিভিউ June 27, 2017 1,021
এলজির নতুন ফোনে ওয়ারলেস চার্জিং

ওয়ারলেস চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ফোন আনছে এলজি। ফোনটির মডেল এলজি ভি৩০। এই ফোনটি গ্লাস ব্যাক প্যানেলে তৈরি। এর রিয়ারে দুই ক্যামেরা থাকছে।


এলজির নতুন এই ফ্লাগশিপ ফোনটির তথ্য সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তির খবর রটানোকারী ওয়েবসাইট টিপস্টার এক টুইট বার্তায় জানিয়েছে, এলজি ভি ৩০ ফোনটিতে ওয়ারলেস চার্জিং টেকনোলজি ব্যবহার করা হবে। এর ব্যাক প্যানেল হবে নন-মেটালের।


ফোনটিতে দুইটি ডিসপ্লে থাকারও কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ফোনটি আগস্ট মাসে বাজারে আসবে। এই ফোনের ডিসপ্লে ফুল ভিশন টেকনোলজি ব্যবহার করা হবে।


ফ্যাবলেট ঘরানার এই ফোনটির ক্রেতাদের আগ্রহের কমতি নেই।