সনি আনলো নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ June 25, 2017 1,740
সনি আনলো নতুন ফোন

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। এটি এক্সপেরিয়া সিরিজের। ফোনটির মডেল সনি এক্সপেরিয়া এল১।


ফোনটিতে সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এর ওজন ১৮০ গ্রাম। এর পুরুত্ব ১৫১x৭৪x ৮.৭০ মিলিমিটার। এছাড়াও এতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।


সনির নতুন ফোনটিতে মিডিয়াটেক এমটি৬৭৩৭ টি। এতে কোয়াড কোর ১.৪ গিগাহার্জের প্রসেসর। ২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


সনি এক্সপেরিয়া এল১ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।


অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২৬২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।