শিগগিরই বাজারে আসছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপোর নতুন ফোন। ফোনটির মডেল অপো এ৭৭। সম্প্রতি এই ফোনটি চীনের টেলিকম রেগুলটরি টিইএনএএ-এর ওয়েবসাইটে তালিকভূক্ত হয়েছে।
অপো এ৭৭ ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ২.০ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৩১১৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফোনটির পুরুত্ব ১৫৩.৩x৭৫.৯x৭.৪ মিলিমিটার।
অপোর নতুন ফোনটিতে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এতে ৫.৫ ইঞ্চির ফুল এলসিডি ডিসপ্লে রয়েছে।
ফোনটির দরদাম সম্পর্কে এখনো জানা যায়নি।