মটোরোলার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ June 25, 2017 885
মটোরোলার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন ফোন

লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনতে কাজ করছে। ফোনটির মডেল মটো ই৪ প্লাস। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফোনটির শিগগিরই ভারতের বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনটির টিজার অনলাইনে প্রকাশ হয়েছে।


মটো ই৪ প্লাস মটো জি৫ সিরিজের সঙ্গে সাদৃশ্য আছে। এর হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৭.১ নুগাটা অপারেটিং সিস্টেম চালিত।


ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১০৮০ পিক্সেল। এতে ১.৪ গিগাহার্জের কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২ জিবি র‌্যাম। দুইটি মেমোরি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটি ১৬ জিবির। অন্যটি ৩২ জিবির।


মটোরোলার নতুন ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় অটোফোকাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির মূল্য ১৭৯.৯৯ ডলার।