পবিত্র রমযানে রাতভর ইবাদত করে দিনভর ঘুমান ইন্দোনেশিয়ার মুসল্লিরা

ইসলামিক শিক্ষা June 21, 2017 983
পবিত্র রমযানে রাতভর ইবাদত করে দিনভর ঘুমান ইন্দোনেশিয়ার মুসল্লিরা

২৩ কোটি ১৫ লাখ ৪৭ হাজার লোকের দেশ ইন্দোনেশিয়া। মুসলিম জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বৃহত্তম। আয়তন ১৯ লাখ ১৯ হাজার ৪শ’ ৪০ বর্গকিলোমিটার। রমজানে ইবাদত-বন্দেগী ও দান-খয়রাতে করেই অতিবাহিত করেন দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা।


রমজান মাসে ইন্দোনেশীয় মুসলমানরা প্রায় পুরো রাত জেগে কাটান। সারা রাত ইবাদতে মসগুল থেকে দিনেরবেলা একটু ঘুমিয়ে নেন তারা। আর রাতে তারাবির নামাজে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে।


ইন্দোনেশিয়ানরা প্রায়ই পানি, খেজুর, তরমুজ, কলা ও নারিকেল দিয়ে তৈরি ফলের সালাদ দিয়ে ইফতার শুরু করেন।


এছাড়া নারকেল ও গরু-খাসি বা মুরগির মাংস দিয়ে তৈরি খাবার ইন্দোনেশীয়দের খাবার টেবিলে দেখা যায়।


বড় বড় শহরে বসবাসকারি মুসলমানরা রমজান মাসে বিশেষ করে শেষের দিকে গ্রামের বাড়িতে বেড়াতে যান। প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকদের এক মাসের বেতনের সমান টাকা ‘বিশেষ বোনাস’ হিসেবে দেন যা দিয়ে তারা সফরের খরচ মেটান। একে ‘তের নম্বর মাসের’ বোনাস বলেন ইন্দোনেশীয়রা।


রমজানে যাকাতের পাশাপাশি বাড়তি দান-খয়রাতের প্রচলন আছে দেশটিতে। মাসের শেষদিকে আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন অনেকেই।


-আরটিভি