কম দামে ২ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ June 21, 2017 1,573
কম দামে ২ জিবি র‌্যামের ফোন

ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। এটি অ্যাকুয়া সিরিজের। মডেল ইনটেক্স অ্যাকুয়া এস৩। সাশ্রয়ী দামের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। ভারতের বাজারে ফোনটির মূল্য ৫ হাজার ৭৭৭ রুপি।


ইনটেক্স অ্যাকুয়া এস৩ ফোনটিতে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল।


ফোনটিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর স্প্রেডট্রাম এসসি ৯৮৩২ এ ব্যবহার করা হয়েছে। এতে ২ জিবি র‌্যাম আছে। এর বিল্টইন মেমোরি ১৬ জিবির। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।


ডুয়েল সিমের এই ফোনটিতে এলইডি ফ্লাশসহ ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামের রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটির ব্যাটারি ২৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


কানেকটিভিটি হিসেবে ফোনটিতে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।