চুল পড়া রোধে কলার প্যাক ব্যবহার করতে পারেন। ছবি : স্টাইল ক্রেজ
কড়া রোদ, আবার হঠাৎ বৃষ্টি- প্রকৃতির এই লুকোচুরিতে চুলের বিভিন্ন সমস্যা হয়। চুল পড়া, খুশকি ইত্যাদি বেড়ে যেতে পারে এই সময়। চুল পড়া রোধে কিন্তু কলা ব্যবহার করতে পারেন।
চুল পড়া রোধ করে কীভাবে কলার ব্যবহার করবেন- এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে সৌন্দর্যবিষয়ক ওয়েবসাইট ‘সৌদি বিউটি ব্লগ ডট কম’-এ। চলুন একনজর দেখে আসি।
যা যা লাগবে
কলা একটি
মধু এক টেবিল চামচ
যেভাবে ব্যবহার করবেন
পাত্রে একটি কলা নিয়ে ভালোভাবে থেঁতলে নিন। সঙ্গে মেশান এক টেবিল চামচ মধু। মাস্কটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ১৫-২০ মিনিট পর সাধারণ শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মাস্কটি চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।