কুকুরের লেজ সোজা হয় না

বন্ধু কৌতুক June 15, 2017 3,014
কুকুরের লেজ সোজা হয় না

একদিন বাবুল একটা কুকুরের লেজ লোহার পাইপের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে! তা দেখে তার এক বন্ধু বলল. . .


বন্ধু : কিরে বাবুল, তোর মাথায় কি ঘিলু বলতে কিছু নাই?


বাবুল : কেন? কি করছি?


বন্ধু : জানস না কুকুরের লেজ কখনও সোজা হয় না।


বাবুল : আরে ব্যাটা! আমারে কি তোর মত গাধা পাইছোস? আমি তো কুকুরের লেজ দিয়া পাইপডা বাঁকানোর চেষ্টা করতেছি!