জেলি মাখানো আস্ত পাউরুটি পড়ে আছে। ভোম্বল দা সেটাকে দেখামাত্রই স্যাটাস্যাট পেটে চালান করে দিল।
একটু পরে তার স্ত্রী এসে জিজ্ঞাসা করল. . .
স্ত্রী : হ্যাঁ গো, এখানে একটা পাউরুটি ছিল। তুমি দেখেছ?
ভোম্বল : কই না তো!
স্ত্রী : ঠিক আছে, দেখলে বাইরে ফেলে দিও। কাল রাতে পাউরুটি দিয়ে খোকাকে পরিষ্কার করার কাজ চালিয়ে দিয়েছি।