প্রশ্ন : আপনি বলেছিলেন ব্যবহৃত স্বর্ণের জাকাত হবে না। কিন্তু সাত ভরির ওপর যদি হয়ে যায়, সে ক্ষেত্রে জাকাত দেওয়ার কথা। আমার সাত ভরির ওপরে স্বর্ণ আছে। কিন্তু দেখা যায় মাঝে মধ্যে অনুষ্ঠানে গেলে সেই স্বর্ণগুলো আমি ব্যবহার করি। আমার মোট স্বর্ণ হয়েছে ২৬ ভরি। সে ক্ষেত্রে আমি কী করব?
উত্তর : এই ২৬ ভরি স্বর্ণ যদি আপনি ব্যবহারের জন্য রাখেন, তাহলে এর ওপর আপনার জাকাত আসবে না। এটা ওলামায়ে কেরামের বিশুদ্ধ বক্তব্য।
দ্বিতীয় একটি অভিমত রয়েছে, সেটা আমরা আমাদের আলোচনায় বলেছি। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে, স্বর্ণালংকারের ওপর জাকাত আসবে। তাঁদের মতে সাড়ে সাত ভরির ওপর হলেই জাকাত আসবে। যারা এই বক্তব্য দিয়েছেন তাঁরাও তাঁদের পক্ষে বিভিন্ন ধরনের দলিল উল্লেখ করেছেন।
তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যত ভরিই হোক না কেন, সেটি যদি ব্যবহারের জন্য হয় তাহলে জাকাত আসবে না। এ ক্ষেত্রে আপনি দুটি অভিমতের যেকোনো একটি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই।