এক সপ্তাহেই কমবে ব্রণের দাগ!

রূপচর্চা/বিউটি-টিপস June 14, 2017 722
এক সপ্তাহেই কমবে ব্রণের দাগ!

ব্রণ চলে যাওয়ার পর থেকে যাওয়া দাগ নষ্ট করে ত্বকের সৌন্দর্য। ব্রণের দাগ দূর করার চমৎকার একটি উপায় জানিয়েছে হেলদি ফুড জেনারেশন ওয়েব। এটি নিয়মিত ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে কমে যেতে শুরু করবে দাগ। ব্রণের দাগের পাশাপাশি ত্বকের অন্যান্য কালচে দাগ দূর করতেও এটি কার্যকর। জেনে নিন ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-


▶যা যা লাগবে


১ টেবিল চামচ লেবুর রস

১ টেবিল চামচ অপরিশোধিত মধু

১ টেবিল চামচ জয়ফল গুঁড়া

১ টেবিল চামচ দারুচিনি গুঁড়া


▶ব্যবহার করবেন যেভাবে


একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। অতিরিক্ত ঘন হয়ে গেলে আরও খানিকটা লেবুর রস মেশাতে পারেন। মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে মুছে নিন। মিশ্রণটি দাগের উপর লাগিয়ে রাখুন।


২০ মিনিট পর ত্বক ধুয়ে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে দুই অথবা তিনবার ব্যবহার করুন এই ফেসপ্যাক। এক সপ্তাহের মধ্যেই ফিকে হতে শুরু করবে দাগ।