নতুন ট্যাবলেট আনছে অ্যালকাটেল। এটি পিক্সি সিরিজের ট্যাব। ট্যাবটি ‘অ্যালকাটেল ৯০২৪ও’ কোড নেমে তৈরি হচ্ছে।
ধারণা করা হচ্ছে ট্যাবটি ৭ কিংবা ৮ ইঞ্চি ডিসপ্লের হতে পারে। এতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে। ট্যাবটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে বলেও জানা গেছে।
ডিভাইসটিতে মিডিয়াটেক এমটি ৮৩২১ চিপসেট থাকবে। এর র্যাম হবে ১ জিবি। এন্ট্রি লেভেলের ট্যাবটির ডিসপ্লের রেজুলেশন হবে ৬০০x১০২৪ পিক্সেল।
ট্যাবটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।